৪৩তম বিসিএস: ৬৫ জনকে শিক্ষা ক্যাডারে পদায়নে করে প্রজ্ঞাপন


৪৩তম বিসিএস থেকে সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে ৬৫ জনকে বিভিন্ন সরকারি কলেজে প্রভাষদ পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৬ মে) মন্ত্রণালায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ শাম্মী আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের পদায়ন দেওয়া হয়। প্রভাষক পদে পদায়ন পাওয়া এসব কর্মকর্তা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রম উল্লিখিত শর্তে নিয়োগ দেয়া হলো।

তাদের আগামী ১ জুনের মধ্যে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। কেউ নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

এছাড়া প্রজ্ঞাপনে আরো বলা হয়, প্রভাষক পদে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পাওয়া এসব কর্মকর্তারা স্ব স্ব কর্মস্থলে ন্যূনতম দুই বছর কর্মরত থাকবেন। এ সময়কালে অন্যত্র বদলির আবেদন বিবেচনাযোগ্য হবে না।

➲ শিক্ষানিউজ24 | পেইজটিতে Like ও Follow দিয়ে পাশে থাকুন

নিউজটি শেয়ার করুনঃ

0/মন্তব্য করুন ➲