সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষনা



নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

২৪ জুন মঙ্গলবার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা, যা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা ঘিরে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:

✅ ২০ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।

✅ পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ।

✅ প্রশ্নফাঁস বা গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

✅ নকল সরবরাহে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

✅ পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

✅ সাইবার অপরাধ প্রতিরোধে সাইবার পুলিশ সেন্টার ও সিআইডির হটলাইন (০১৩২০০১০১৪৮) চালু থাকবে।

✅ বিদ্যুৎ বিভ্রাট ঠেকাতে সংশ্লিষ্ট কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ।

জরুরি পরিস্থিতিতে নির্দেশনা:

পরীক্ষার দিন প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে কোনো কক্ষে বিলম্বে পরীক্ষা শুরু হলে, পরীক্ষার্থীদের জন্য সেই বিলম্ব সময় পূরণ করার সুযোগ থাকবে।


Tags: এইচএসসি ২০২৫, এইচএসসি পরীক্ষা সময়সূচি, কোচিং সেন্টার বন্ধ, শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা, প্রশ্নপত্র ফাঁস রোধ, নকলমুক্ত পরীক্ষা, এইচএসসি আপডেট, বাংলাদেশ শিক্ষা বোর্ড, HSC 2025 Bangladesh, Coaching Center Close HSC, Education


➲ শিক্ষানিউজ24 | পেইজটিতে Like ও Follow দিয়ে পাশে থাকুন

নিউজটি শেয়ার করুনঃ

0/মন্তব্য করুন ➲