জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ জুনের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা স্থগিত

 


নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৬ জুন ২০২৫ (বুধবার) তারিখে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার একটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত তারিখে অনুষ্ঠিতব্য "গুরুত্বপূর্ণ সংযুক্ত বিষয় (তৃতীয় পত্র)", পত্র কোড-১২৩১০১ এর পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়াও পূর্বে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নম্বর ০৫(৫৪৩) জাতী/বিশ্ব/পারি/ডিগ্রি পাশ/২০২৩/৪৯১, তারিখ: ০৩/০৬/২০২৫ এ প্রকাশিত সকল পরীক্ষার সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।


➲ শিক্ষানিউজ24 | পেইজটিতে Like ও Follow দিয়ে পাশে থাকুন

নিউজটি শেয়ার করুনঃ

0/মন্তব্য করুন ➲