নন-এমপিও মাদরাসা এমপিওভুক্তির উদ্যোগ, ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য বৃত্তির বরাদ্দ

কারিগরি ও মাদ্রাসা বিভাগ

ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নন-এমপিও মাদরাসাগুলোর এমপিওভুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ইবতেদায়ি স্তরের শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুরও প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, "ইবতেদায়ি পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদরাসাসমূহ এমপিওভুক্তির জন্য ৭২৮ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।"

অর্থ উপদেষ্টা আরও জানান, মাদরাসা শিক্ষার অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে ১ হাজার ১৩৫টি মাদরাসা ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং ৫১৩টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। এছাড়া, ৪৯৩টি মাদরাসায় স্থাপন করা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে পেয়েছে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা বরাদ্দ, যা আগের বছরের মূল বাজেটের (১১ হাজার ৭৮৩ কোটি টাকা) তুলনায় ৮৯৫ কোটি টাকা বেশি। তবে গত অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতের বরাদ্দ ছিল ৯ হাজার ৯৫৩ কোটি টাকা।

অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত কয়েক বছরে দেশে মাদরাসায় শিক্ষার্থী ভর্তি উল্লেখযোগ্য হারে বেড়েছে। দীর্ঘদিন অবহেলিত এ খাতের উন্নয়নে এবার বরাদ্দ বাড়ানো হয়েছে।

ব্যানবেইস-এর ২০২৩ সালের জরিপ অনুযায়ী, বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ২৫৬টি। এসব মাদরাসায় মোট শিক্ষার্থীর সংখ্যা ৪১ লাখ ২৬ হাজার ৬২৬ জন, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ।

এবারের বাজেটে মাদরাসা শিক্ষা খাতে বাড়তি গুরুত্ব দেওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


➲ শিক্ষানিউজ24 | পেইজটিতে Like ও Follow দিয়ে পাশে থাকুন

নিউজটি শেয়ার করুনঃ

1/মন্তব্য করুন ➲

  1. সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা?

    ReplyDelete

Post a Comment