উৎসব ভাতা বাড়ানোর দাবিতে কর্মসূচি ঘোষণা শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের

কর্মবিরতী পালন

ঢাকা, ১ জুন: ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার কর্মচারীরা। তাদের দাবি, শিক্ষকদের মতো তারাও যেন বর্ধিত হারে ঈদ বোনাস পান।

বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির পরিবেশবিষয়ক সম্পাদক মো. লিমন বিশ্বাস জানান, আগামী ১ জুন রাজধানীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।

এর আগে গত বুধবার (২৯ মে) সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

লিমন বিশ্বাস বলেন, “আমাদের দাবি, ঈদের আগেই উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়াতে হবে। সরকার যদি আমাদের দাবি উপেক্ষা করে, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

তিনি জানান, সারা দেশে দুই লাখেরও বেশি এমপিওভুক্ত তৃতীয় শ্রেণির কর্মচারী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে অল্প বেতনে মানবেতর জীবনযাপন করছেন। “বহুবার সরকারের বিভিন্ন দপ্তরে দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি,” বলেন তিনি।

পরিষদের নেতাদের দাবি, এর আগে তারা শিক্ষাসচিবসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কর্মকর্তারা দাবি গ্রহণযোগ্য বলে আশ্বাস দিলেও সম্প্রতি জারি করা পরিপত্রে কর্মচারীদের বিষয়ে কোনো সিদ্ধান্তই অন্তর্ভুক্ত করা হয়নি।

লিমন বিশ্বাস আরও বলেন, “প্রায় ২১ বছর পর শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হলেও আমরা কর্মচারীরা এখনও উপেক্ষিত। সর্বশেষ ২০০৪ সালে তৎকালীন জোট সরকারের সময়ে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছিল।”



➲ শিক্ষানিউজ24 | পেইজটিতে Like ও Follow দিয়ে পাশে থাকুন

নিউজটি শেয়ার করুনঃ

0/মন্তব্য করুন ➲