ইএফটি - কারিগরি শিক্ষক-কর্মচারীদের অনলাইনে তথ্য প্রেরণের নির্দেশ



কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রদানের লক্ষ্যে হালনাগাদ তথ্য প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা দেওয়া হয়েছে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক স্বাক্ষরিত এক চিঠিতে, যা ২৮ মে (বুধবার) জারি করা হয়।

চিঠিতে বলা হয়, ইএফটির মাধ্যমে বেতন-ভাতা প্রদান নিশ্চিত করতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের তথ্য টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিইএমআইএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে ইএফটি সেলে পাঠাতে হবে। প্রতিষ্ঠান প্রধানদেরকে এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তথ্য প্রেরণের সময়সীমা অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানরা ১৫ জুনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করবেন। এরপর ১৬ জুন থেকে ১৯ জুনের মধ্যে আঞ্চলিক পরিচালক তা যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দেবেন। শেষ ধাপে, আঞ্চলিক কার্যালয় ২২ জুন থেকে ২৬ জুনের মধ্যে এই তথ্য অনলাইনের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবে।

প্রয়োজনীয় কাগজপত্রসমূহ:


1. প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি


2. কর্মরত শিক্ষক-কর্মচারীদের স্বাক্ষরযুক্ত, অনলাইন থেকে ডাউনলোড করা প্রতিষ্ঠানের সম্মিলিত রিপোর্ট


3. প্রত্যেক শিক্ষক-কর্মচারীর স্বাক্ষরসহ পৃথক পৃথক রিপোর্ট


4. জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত


5. ব্যাংক চেকের কভার পাতার ফটোকপি, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত


➲ শিক্ষানিউজ24 | পেইজটিতে Like ও Follow দিয়ে পাশে থাকুন

নিউজটি শেয়ার করুনঃ

0/মন্তব্য করুন ➲