সংবাদদাতা, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরের চৌহালীতে অবস্থিত খাজা ইউনূস আলী বিশ্ববিদ্যালয় স্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়কে সরকার স্থায়ী সনদ প্রদান করেছে।
মঙ্গলবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মতামতের ভিত্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১০ অনুযায়ী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় (এনায়েতপুর, চৌহালী, সিরাজগঞ্জ-৬৭৫১)-এর অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হলো।
এর ফলে বিশ্ববিদ্যালয়টি এখন থেকে স্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে, যা উচ্চশিক্ষায় স্থানীয়ভাবে আরও সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Post a Comment