খাজা ইউনূস আলী বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী সনদ



সংবাদদাতা, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জের এনায়েতপুরের চৌহালীতে অবস্থিত খাজা ইউনূস আলী বিশ্ববিদ্যালয় স্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়কে সরকার স্থায়ী সনদ প্রদান করেছে।

মঙ্গলবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মতামতের ভিত্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১০ অনুযায়ী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় (এনায়েতপুর, চৌহালী, সিরাজগঞ্জ-৬৭৫১)-এর অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হলো।

এর ফলে বিশ্ববিদ্যালয়টি এখন থেকে স্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে, যা উচ্চশিক্ষায় স্থানীয়ভাবে আরও সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


➲ শিক্ষানিউজ24 | পেইজটিতে Like ও Follow দিয়ে পাশে থাকুন

নিউজটি শেয়ার করুনঃ

0/মন্তব্য করুন ➲