ঢাকাঃ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ জুন শুরু হবে।
রোববার (১ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৩৭টি সরকারি এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ক্লাস ১৭ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সরকারি মেডিকেল কলেজে মোট ৫,৩৮০টি এবং বেসরকারি কলেজে ৬,২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
Hi
ReplyDeletePost a Comment